দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপের ইলেকট্রনিক্স রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়াম ‘উমরাহ কাফেলা’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন চালু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ক্রেতারা উমরাহ পালনের সুযোগ পাবেন।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জীবনে অর্থপূর্ণ ও স্মরণীয় অভিজ্ঞতা যুক্ত করতে চাই। আশা করি ‘উমরাহ কাফেলা’ অফারটি সাড়া ফেলবে এবং অনেকের স্বপ্নপূরণের পথ হয়ে উঠবে।
ক্যাম্পেইন অনুযায়ী, ভিশন এম্পোরিয়ামের যে কোনো শোরুম বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ৫,০০০ টাকার বেশি মূল্যের পণ্য কিনলে গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রতি সপ্তাহে একটি ইলেকট্রনিক লটারির মাধ্যমে একাধিক ভাগ্যবান বিজয়ী নির্বাচিত হবেন এবং তাদের নাম ভিশন এম্পোরিয়ামের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
এছাড়া, অন্য ধর্মাবলম্বী বিজয়ীদের জন্য উমরাহ খরচের সমপরিমাণ নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের হেড অব বিজনেস শামসুজ্জামান নয়ন, হেড অব মার্কেটিং শফিক শাহিন, হেড অব সেলস রাসেল আহমেদ এবং হেড অব অপারেশন ফরহাদ-উজ-জামানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।