‘ভুলে গিয়েছিলাম, বিয়েতে ফুচকা আনলিমিটেড হয়’

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর যে খাবারপ্রেমী, তা কারও অজানা নয়। মিষ্টি জিলিপি থেকে শুরু করে ফল, বড়াপাও, ধোসা— সব কিছুর প্রতি তার ভালোবাসা যে ঠিক কতটা, সেটা বারবার বুঝিয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলে শ্রদ্ধা। সেখানে গিয়ে ভক্তদের সঙ্গে মজার কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে একটি ছবিতে দেখা গেল তার হাতে ফুচকার বাটি!

পরের ছবিতে অভিনেত্রীকে দেখা যায়, একটা ভাঁড় ধরে থাকতে। তার মধ্যে কী রয়েছে, সেটা অবশ্য রহস্যই রেখেছেন তিনি।

ছবিগুলোর সঙ্গে শ্রদ্ধা লিখেছেন মজার ক্যাপশন— ‘গুনতে ভুলে গিয়েছিলাম, তারপর মনে পড়ল বিয়েতে তো ফুচকা আনলিমিটেড হয়!’

এর আগেও শ্রদ্ধা খাবার সংক্রান্ত পোস্ট করে মন জয় করেছেন ভক্তদের। কয়েকদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে পেঁপের ছবি শেয়ার করেছিলেন। সঙ্গে ছিল একটি মজার পোল, যেখানে তিনি জানতে চেয়েছিলেন — সেই পেঁপেতে চাট মশলা রয়েছে কি না।

পরের স্টোরিতেই মশলা ভর্তি একটা বাটির ছবি দিয়ে যেন সেই প্রশ্নের উত্তরই দিয়ে দেন তিনি। লেখেন, ‘ভগবান পেঁপে বানিয়েছেন শুধুমাত্র চাট করে খাওয়ার জন্য!’

শুধু নিজের খাবার নয়, প্রেমের গুঞ্জনে থাকা রাহুল মোদীর সঙ্গেও খাবারের মুহূর্ত শেয়ার করেন শ্রদ্ধা। কিছুদিন আগেই তাদের একসঙ্গে ড্রাইভে বেরোনোর ছবি ভাইরাল হয়।

শ্রদ্ধাকে সবশেষ দেখা গেছে স্ত্রী টু সিনেমায়। বক্স অফিসে দারুণ ব্যবস্থা করেছে এই ছবিটি। যেখানে তার বিপরীতে ছিলেন রাজকুমার রাও।