ভূমধ্যসাগর থেকে আলবেনিয়ায় নেওয়া হচ্ছে বাংলাদেশি ১০ অভিবাসীকে

ইতালি কর্তৃপক্ষ সোমবার আলবেনিয়াতে পরিচালিত কেন্দ্রগুলোতে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের প্রথম দলকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। প্রথম দফায় আলবেনিয়ায় দিকে যাত্রা করা অভিবাসীদের মধ্যে ১০ জন বাংলাদেশি এবং ছয় জন মিশরীয় নাগরিক বলে নিশ্চিত করেছে রোম।

সোমবার (১৪ অক্টোবর) ইতালি-আলবেনিয়া বিতর্কিত চুক্তির অধীনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনও সদস্য দেশ প্রথমবারের মতো ১৬ জন অভিবাসীকে তৃতীয় দেশে পাঠানো হচ্ছে। যেখানে তাদের পুরো আশ্রয় প্রক্রিয়া যাচাই করা হবে।

একটি সরকারি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইতালীয় নৌবাহিনীর টহল বোট লিব্রা ১৬ জন অভিবাসীকে নিয়ে আলবেনিয়ার দিকে যাচ্ছে। ইতালীয় দ্বীপ লাম্পেদুসা থেকে ছেড়ে যাওয়া জাহাজটি বুধবার আলবেনিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৩ অক্টোবর) ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে এই ১০ বাংলাদেশি এবং ছয় মিশরীয়দের উদ্ধার করে ইতালীয় কর্তৃপক্ষ। এর আগে, তারা লিবিয়ার ত্রিপোলি থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইতালি পৌঁছানোর পরিবর্তে তাদের এখন আলবেনিয়ায় যেতে হচ্ছে।

২০২৩ সালের সালের শেষের দিকে ইতালির ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সরকারের মধ্যে সই করা একটি ‘বিতর্কিত’ চুক্তির অধীনে প্রথমবারের মতো আলবেনিয়ায় যাচ্ছেন এসব অভিবাসী।

বিজ্ঞাপন

এই চুক্তি আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে বলে উল্লেখ রয়েছে। অভিবাসীদের আলবেনিয়ার আনার পর শেনজিন বন্দরের কেন্দ্রটিতে তাদের প্রাথমিক যাচাই-বাছাই করা হবে।

পরে তাদের নেওয়া হবে গজদারের তিনটি ভিন্ন অবকাঠামোতে। তিনটি অবকাঠামোর একটিতে রাখা হবে যেসব অভিবাসীদের ‘ডিপোর্ট’ করা হবে, দ্বিতীয়টিতে রাখা হবে আশ্রয়প্রার্থীদের এবং সবশেষ কেন্দ্রে রাখা হবে, অপরাধে যুক্ত অভিবাসীদের।

এই কেন্দ্রগুলো উঁচু প্রাচীরে ঘেরা এবং সার্বক্ষণিক নজরদারি ক্যামেরার আওতায় রয়েছে। যেসব কক্ষে আশ্রয়প্রার্থীদের রাখা হবে সেগুলো একেকটি ১২ বর্গ মিটার আয়তনের বলে জানিয়েছে রোম এবং তিরানা।

ক্যাম্পের অভ্যন্তরীণ অংশটি ইতালীয় সেনাদের দায়িত্বে এবং বাহ্যিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আলবেনিয়ান নিরাপত্তা বাহিনী। এই প্রকল্পে মাধ্যমে প্রতি বছর ৩৬ হাজার অভিবাসীর আশ্রয় আবেদন যাচাই-বাছাই করা হবে।

এই চুক্তিটির সম্পূর্ণ ব্যয় বহন করবে ইতালি। পাঁচ বছরে এই প্রকল্পে ৬৭ কোটি ইউরো (৬৭০ মিলিয়ন) খরচ ধরা হয়েছে। যা বর্তমানে ইতালির অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর মোট ব্যয়ের ৭.৫ শতাংশ। ভূমধ্যসাগরে অনিয়মিত অভিবাসন কমাতে আলবেনিয়া ছাড়াও তিউনিশিয়া এবং লিবিয়ার সাথেও চুক্তি করেছে ইতালি। ইনফোমাইগ্রেন্টস।