১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে এবং বারাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার, দুপুর ১২টায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী জসীম, ডিআইজি (প্রশাসন) সিআইডি, বাংলাদেশ পুলিশ ও প্রফেসর ডা: এম ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, মোঃ আলতাফ হোসেন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ রুহুল আমিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা: সৈয়দ আফজালুল করিম, এস এম শাহজাহান সিরাজ, মোজাফফর হাসান খান মজলিস, মুহা. হাফিজুর রহমান, মো: নজরুল ইসলাম শাওন, মনোয়ার হোসেন রানা, হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ প্রমুখ।
ক্যাম্পটি ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। হাসপাতালের বিভিন্ন বিভাগের ২২ জন বিশেষজ্ঞ ডাক্তার ফ্রি রোগী দেখেন। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক, নাক কান গলা, ডায়াবেটিসসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাসপাতালে ১২০০ জন সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহন করেন। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন। এছাড়াও ১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, অভিজ্ঞ ডাক্তারগণ প্রতিদিন দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখবেন। বিশেষজ্ঞ শিশু সার্জন দ্বারা আগ্রহীদের জন্য ৬০০০/- টাকায় সুন্নতে খাতনা করা হবে (মেডিসিন ও পরীক্ষার ছাড়া)। আগ্রহীদের জন্য ১২০০/- টাকায় প্যাকেজে হেলথ চেক-আপের ব্যবস্থা থাকবে (সিবিসি, ইউরিন আরই, আরবিএস, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম) ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের জন্য ল্যাব পরীক্ষা-নিরীক্ষায় ৫০% এবং অন্যান্য পরীক্ষার ৪০%ছাড় দেয়া হবে।
প্রধান অতিথি বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ বলেন, “গণমানুষের কল্যাণে বারাকাহ ফাউন্ডেশনের সহযোগী হাসপাতালসমূহ যেভাবে মানব কল্যাণে ভূমিকা রেখে চলেছে, তা দেশের স্বাস্থ্যসেবায় নতুন মাইল ফলক হয়ে থাকবে। দেশের বিত্তশালী মহলকে দরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান।”