নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে নানা মহলে তীব্র প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, যেকোনো ধরনের প্রস্তাব বা বড় সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না।
মঙ্গলবার (৬ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চাপ ও প্রতিক্রিয়ার মুখে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা হবে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা তো সরকারি সিদ্ধান্ত না। আমাদের যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারেই কিছু না কিছু ভিন্ন মত এসেছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্ন মত থাকতেই পারে।
তিনি আরও বলেন, অধিকাংশ ক্ষেত্রেই ভিন্নমত শালীনভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং শুধু নারী নয়, গোটা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না।
তিনি বলেন, সমাজে ভিন্নমত থাকবেই। তবে ভিন্নমত ও প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতা রক্ষার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেস সচিব শফিকুল আলম এবং যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।