পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ জামাল আব্দুন নাসের। এতদিন তিনি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদের বৈঠকে জামাল আব্দুন নাসেরকে সিইও হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য যে, জামাল আব্দুন নাসের ২০০৮ সালে শাশা ডেনিমস পিএলসিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন), পরিচালক (টেকনিক্যাল) এবং পরিচালক (অপারেশন) হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ শিক্ষা জীবন সম্পন্ন করেন।