শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯২তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এরনির্বাহী কমিটির ৮৯২তম সভা ২৬ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকেরনির্বাহীকমিটিরভাইস-চেয়ারম্যানজনাবফকির আখতারুজ্জামান, ব্যাংকেরপরিচালক ও কমিটির সদস্যবৃন্দ জনাব মোঃসানাউল্লাহ সাহিদ, জনাব মহিউদ্দিন আহমেদ এবং ইঞ্জি. মোঃ তৌহীদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মোঃআবুল বাশার উপস্থিত ছিলেন।