শুরু হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই আগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আসর

বাংলাদেশের কৃষি খাতে অনন্য অবদান রাখার জন্য ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ের কৃতিত্বকে সম্মান জানাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং চ্যানেল আই যৌথভাবে উদ্বোধন করলো আগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আসর। স্ট্যান্ডার্ড চার্টার্ড – চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড আমাদের দেশের সামগ্রিক কৃষিখাতের জন্য একটি মর্যাদাপূর্ণ আয়োজন। এর মূল লক্ষ্য হল কৃষিতে স্বপ্নদর্শী, গবেষক এবং উদ্ভাবক উদ্যোগীদের খুঁজে বের করা এবং তাদের প্রাপ্য স্বীকৃতি দেয়া।

২০১৪ সালে যাত্রা শুরু করা আগ্রো অ্যাওয়ার্ড এখন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে রূপ নিয়েছে, যেখানে স্থানীয় কৃষক থেকে শুরু করে উদ্ভাবক, প্রতিষ্ঠান ও টেকসই কৃষি চর্চার পথপ্রদর্শকদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। গত নয়টি আসরে মোট ৭৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

সারাদেশে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করার উদ্দেশ্যে এ বছর ১৩ টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-পুরুষ, সেরা মেধাবী কৃষিযোদ্ধা-নারী, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক (কৃষি), জুরি স্পেশাল, সেরা জলবায়ু অভিযোজক, প্রতিষ্ঠান পর্যায়ে সেরা প্রতিষ্ঠান- কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি; সেরা প্রতিষ্ঠান- কৃষি সহায়তা ও বাস্তবায়ন এবং সেরা কৃষি রপ্তানিকারককে পুরস্কৃত করা হবে।
এছাড়াও, এবারের আয়োজনে নতুনভাবে যুক্ত হয়েছে ‘সেরা ছাদকৃষক’ ক্যাটাগরি, যেখানে শহরের ছাদে নিরাপদ এবং সতেজ ফল-ফসল উৎপাদনের মাধ্যমে টেকসই ও বাসযোগ্য শহর গড়ার অবদানকে তুলে ধরা হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “এটি আমাদের জন্য একটি বিশেষ বছর – আগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আসর এবং বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছরের পথচলার সাক্ষী। এই সম্মাননার মাধ্যমে আমরা দেখেছি, কীভাবে একটি সম্মিলিত প্রচেষ্টা ছোট ছোট পদক্ষেপকে বিশাল অগ্রগতিতে রূপান্তরিত হতে পারে। আমি আমাদের অংশীদার চ্যানেল ই কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা সমাজের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ, যাদের সহায়তায় এই উদ্যোগটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। পাশাপাশি, আমরা অভিনন্দন জানাই সকল পুরস্কারপ্রাপ্তদের, যাদের উদ্ভাবনী চিন্তা ও নিষ্ঠা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
চ্যানেল আইয়ের পরিচালক ও প্রধান বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “সকল সংকটে আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি আগলে রেখেছে বাংলাদেশের কৃষক ও কৃষিকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতি। জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা করে তাদের যে অসামান্য অবদান, তা স্বীকার করার ক্ষুদ্র প্রয়াস এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আই আগ্রো অ্যাওয়ার্ড। দশম আসরে যুক্ত হচ্ছে সেরা ছাদকৃষক ক্যাটাগরি, আমাদের বিশ্বাস এটি ছাদকৃষি তথা নগরকৃষি কার্যক্রমকে বেগবান করবে। আমাদের শহরকে বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আগামী ১৫ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত অ্যাগ্রো অ্যাওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরিতে মনোয়ন গ্রহণ চলবে। www.agrowaward.com থেকে বিস্তারিত তথ্য ও উপাত্ত সংগ্রহ করা যাবে।