সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও কমেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৯ দশমিক ১১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৭৯ পয়েন্টে।
এছাড়া, এদিন ডিএসইএস সূচক ০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসই৩০ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে।
ডিএসইতে আজ মোট ৪২৯ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭১ কোটি ১৫ লাখ টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৯৫ কোম্পানির। বাকি ১৪৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।