সরকারি সব প্রতিষ্ঠানে শিগগিরই ই-ফাইলিং বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, আজকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গভর্নর এবং কয়েকজন উপদেষ্টাসহ অর্থনীতি উত্তরণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সরকারের সব স্তরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে ই-ফাইলিং আছে কিন্তু অন্য প্রতিষ্ঠানে দেখা গেছে তা নেই। এতে করে সরকারের ফাইলগুলো স্লো হয়ে যায়। কো-অর্ডিনেশন যেন সহজ হয় এবং দ্রুততার সঙ্গে কাজ করা যায় সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্নীতি কমে আসবে, অন্যান্য দেশের অভিজ্ঞতায় সেটাই বলা যায়। যতদ্রুত সম্ভব এটা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।