সরকারিতে আবেদনের শীর্ষে মতিঝিল বয়েজ, বেসরকারিতে ভিকারুননিসা

সারা দেশে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদনের সময়সীমা শেষ হয়েছে ৩০ নভেম্বর। এতে দেখা গেছে, সরকারি স্কুলে ভর্তিতে বিপুল আবেদন জমা পড়লেও বেসরকারিতে তেমন সাড়া মেলেনি। আগামী ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তিচ্ছুদের স্কুল নির্ধারিত হবে।

প্রতি বছরের মতো এবারও নতুন শিক্ষাবর্ষের স্কুল ভর্তির জন্য সরকারি ও বেসরকারি স্কুলে মোট ৯ লাখ ৬৫ হাজার ৭০৪ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। পছন্দের তালিকায় ১৫ লাখ ৬৩ হাজার ৭৩৮টি স্কুল দিয়েছে তারা। এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে সরকারি স্কুলগুলোতে। ৬ লাখ ২৫ হাজার ৯০৩টি আবেদন পড়েছে সরকারি স্কুলগুলোতে। অন্যদিকে ১০ লাখের বেশি আসন থাকার পরও বেসরকারি স্কুলে আবেদন পড়েছে মাত্র ৩ লাখ ৩৯ হাজার ৮০০টি। আবেদনের শীর্ষে রয়েছে সরকারিতে মতিঝিল সরকারি বয়েজ স্কুল এবং বেসরকারিতে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ।

স্কুল ভর্তির আবেদন তদারকি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, আগামী শিক্ষাবর্ষের ভর্তির জন্য আবেদনে সরকারি স্কুলে শীর্ষে আছে রাজধানীর মতিঝিল সরকারি বয়েজ স্কুল। এই স্কুলে আবেদন পড়েছে ৮ হাজার ৬৯১টি। দ্বিতীয়স্থানে রয়েছে আজিমপুর গভ.. গার্লস স্কুল। সেখানে আবেদন পড়েছে ৭ হাজার ৩১৩টি। তৃতীয় স্থানে রয়েছে গভ.. ল্যাবরেটরি স্কুল। সেখানে ৫ হাজার ৭৯৪টি আবেদন পড়েছে। এরপর রয়েছে, শেরে বাংলা নগর বয়েজ স্কুল, সেখানে ৫ হাজার ৬০৩টি, গণভবন সরকারি স্কুলে ৫ হাজার ২৫৫টি, ধানমন্ডি সরকারি বয়েস স্কুলে ৪ হাজার ৯৬৬টি, তেজগাঁও সরকারি সায়েন্স হাই স্কুলে ৩ হাজার ৬৬৯টি, শেরে বাংলা নগর গার্লস হাই স্কুলে ৩ হাজার ৫২৬টি, মতিঝিল সরকারি হাই স্কুলে ৩ হাজার ৪৪২টি, সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয়ে ৩ হাজার ২৭৫টি।

অন্যদিকে বেসরকারি স্কুলের ভর্তির আবেদনে শীর্ষে রয়েছে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুলে আবেদন পড়েছে ২১ হাজার ৭০৭টি। দ্বিতীয় স্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এখানে আবেদন পড়েছে ২১ হাজার ১৭৬টি। তৃতীয় স্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল শাখা)। এখানে আবেদন পড়েছে ২০ হাজার ৩৬৮টি। এরপর রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের বনশ্রী শাখা। এই শাখায় আবেদন পড়েছে ১৭ হাজার ৬৪৭টি। এরপর যথাক্রমে রয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল। সেখানে ৯ হাজার ৮৭৩টি, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে ৮ হাজার ২৭৮টি, সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে ৭ হাজার ৭০৮টি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ৭ হাজার ৩৪৯টি, বীর শ্রেষ্ঠ মুনশী আব্দুল রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৬ হাজার ৭০০টি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (ধানমন্ডি শাখা) ৬ হাজার ৪২৩টি আবেদন পড়েছে।