‘সিটিজেনস ব্যাংক ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগ ২০২৪-২৫’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এম সালাহউদ্দিন চৌধুরী, পরিচালক, বিসিবি ও সভাপতি, সিসিডিএম; মাসুদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিসিডিএম; নিজাম উদ্দিন চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিসিবি; বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল লতিফ, কোম্পানি সচিব মো. ওয়াহিদ ইমামসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।