দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ মার্চ) মূল্যসূচকের পতনে লেনদেন কিছুটা বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯০ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৪ টির, কমেছে ১৩৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৮৩ টি কোম্পানির বাজারদর।