হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা রাত আড়াইটায়

প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জনে বাফুফে ঋতুপর্ণাদের অভিনব সংবর্ধনা দেবে। আজ (রোববার) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে বাফুফে সংবর্ধনার আয়োজন করছে।

বাংলাদেশ নারী ফুটবল দল আজ মিয়ানমার সময় সন্ধ্যা ৭টায় রওনা হবে। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পৌঁছাবে রাত ৯টায়। থাইল্যান্ডে খানিকক্ষণ যাত্রাবিরতির পর মধ্যরাত দেড়টায় ঢাকায় পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় পুরো দল হাতিরঝিলে পা রাখবে।

আরও পড়ুনঃ ৪০ মিনিটে তুর্কমেনিস্তানের জালে ৭ গোল বাঘিনীদের

বাংলাদেশ দলের অন্যতম প্রাণশক্তি ঋতুপর্ণা ও মনিকা চাকমা। তারা ভুটান লিগ খেলতে পরদিনই আবার ঢাকা ছাড়বেন। এর দুই দিন পর আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশে রওনা করবেন। সবমিলিয়ে পুরো দলকে একসঙ্গে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে আজ রাতেই আয়োজন করেছে বাফুফে।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিল বাফুফে। সাত মাস পেরিয়ে গেলেও দেশের ফুটবলের অভিভাবক সংস্থা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তাই এশিয়া কাপ নিশ্চিত হওয়া দলের জন্য এখনই কোনো আর্থিক অঙ্ক ঘোষণা করেনি ফেডারেশন।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ