৪৮ রানে ৮ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে বোলাররা উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা পাননি। হাসান মাহমুদ-মেহেদি মিরাজদের বিপক্ষে ‘ওয়ানডে স্টাইলে’ ব্যাটিং করেছে প্রোটিয়ারা। অথচ একই উইকেটে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় টাইগার টপ অর্ডার। আজ সকালেও একই দশা টাইগার ব্যাটারদের।

নিজেদের প্রথম ইনিংসে ২৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮১ রান করেছে বাংলাদেশ। এখনও দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪৯৪ রানে পিছিয়ে তারা।